ঢাকা | মঙ্গলবার | ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ১:১৮ পূর্বাহ্ণ
শিক্ষাক্যাম্পাসনোবিপ্রবিতে গ্রিনহাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন

নোবিপ্রবিতে গ্রিনহাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন

spot_img

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মেঘনা অববাহিকার নিম্নাঞ্চলের ফসলের বৃদ্ধি ও উৎপাদনের উপর জলবায়ুর প্রভাব নিরুপণ এবং ভবিষ্যতের খাদ্য-নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জলবায়ু সহিষ্ণু ফসল নির্বাচন’ প্রকল্পের আওতায় একটি আধুনিক গ্রিনহাউস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার (০৪ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এই গ্রিনহাউস শুধু একটি অবকাঠামো নয়-এটি আধুনিক গবেষণাকেন্দ্র হবে। যেখানে আবহাওয়া সংবেদনশীল কৃষি উদ্ভাবনের মাধ্যমে জলবায়ু অভিযোজন কৌশল তৈরি হবে। ফসলের বৃদ্ধি এবং উৎপাদনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এ অঞ্চলের মাটিতে লবণাক্ততার যে সমস্যা রয়েছে তার সমাধানে আমাদের লবণ সহিষ্ণু ফসল উৎপাদন করতে হবে। এখানে গ্রিনহাউস নির্মাণের ফলে গবেষণার যে হাব সৃষ্টি হবে তাকে ধরে রাখতে হবে। সুতরাং জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং লবণাক্ততার বিষয়টি বিবেচনায় নিয়ে এ গবেষণাটির যে ফাইন্ডিংস্ সেটাকে যদি আমরা মাঠ পর্যায়ে নিয়ে যেতে পারি তখনই এর সুফল পাওয়া যাবে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর