নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মেঘনা অববাহিকার নিম্নাঞ্চলের ফসলের বৃদ্ধি ও উৎপাদনের উপর জলবায়ুর প্রভাব নিরুপণ এবং ভবিষ্যতের খাদ্য-নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জলবায়ু সহিষ্ণু ফসল নির্বাচন’ প্রকল্পের আওতায় একটি আধুনিক গ্রিনহাউস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার (০৪ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এই গ্রিনহাউস শুধু একটি অবকাঠামো নয়-এটি আধুনিক গবেষণাকেন্দ্র হবে। যেখানে আবহাওয়া সংবেদনশীল কৃষি উদ্ভাবনের মাধ্যমে জলবায়ু অভিযোজন কৌশল তৈরি হবে। ফসলের বৃদ্ধি এবং উৎপাদনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এ অঞ্চলের মাটিতে লবণাক্ততার যে সমস্যা রয়েছে তার সমাধানে আমাদের লবণ সহিষ্ণু ফসল উৎপাদন করতে হবে। এখানে গ্রিনহাউস নির্মাণের ফলে গবেষণার যে হাব সৃষ্টি হবে তাকে ধরে রাখতে হবে। সুতরাং জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং লবণাক্ততার বিষয়টি বিবেচনায় নিয়ে এ গবেষণাটির যে ফাইন্ডিংস্ সেটাকে যদি আমরা মাঠ পর্যায়ে নিয়ে যেতে পারি তখনই এর সুফল পাওয়া যাবে।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.