ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২:২০ পূর্বাহ্ণ
বিনোদনএক রাতের ডিনার ২৫ লাখ টাকা

এক রাতের ডিনার ২৫ লাখ টাকা

spot_img

মিনি মাথুর, জনপ্রিয় উপস্থাপক। কাজ করেছেন এমটিভির ভিডিও জকি হিসেবে, দেখা গেছে ইন্ডিয়ান আইডলের উপস্থাপক হিসেবেও। দেখা গেছে অভিনেত্রী হিসেবেও।

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়েছিলেন মিনি মাথুর। সেখানে কথা বলেছেন নানা বিষয়ে।

একটি কুইজ জিতে ২০ লাখ রুপি পেয়েছিলেন মিনি মাথুর। পডকাস্টে তাঁর কাছে জানতে চাওয়া হয় সেই টাকা দিয়ে কী করেছিলেন?

উত্তরে অবাক করা তথ্য জানান মিনি। বলেন, এক রাতেই সব টাকা শেষ করে ফেলেছিলেন তিনি!

মিনি বলেন, ‘ওই কুইজ থেকে ২০ লাখ রুপি জিতেছিলাম। ২২ জনকে নিয়ে দামি এক রেস্তোরাঁয় গিয়ে ডিনার করে সব টাকা শেষ করে দিয়েছিলাম।থ

শুধু এটিই নয়, সাক্ষাৎকারে ইন্ডিয়ান ‘আইডল’ নিয়ে চমকপ্রদ তথ্য ফাঁস করেন মিনি মাথুর। বলেন, জনপ্রিয় এ রিয়েলিটি শোর সবটাই সাজানো। 

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর