মিনি মাথুর, জনপ্রিয় উপস্থাপক। কাজ করেছেন এমটিভির ভিডিও জকি হিসেবে, দেখা গেছে ইন্ডিয়ান আইডলের উপস্থাপক হিসেবেও। দেখা গেছে অভিনেত্রী হিসেবেও।
সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়েছিলেন মিনি মাথুর। সেখানে কথা বলেছেন নানা বিষয়ে।
একটি কুইজ জিতে ২০ লাখ রুপি পেয়েছিলেন মিনি মাথুর। পডকাস্টে তাঁর কাছে জানতে চাওয়া হয় সেই টাকা দিয়ে কী করেছিলেন?
উত্তরে অবাক করা তথ্য জানান মিনি। বলেন, এক রাতেই সব টাকা শেষ করে ফেলেছিলেন তিনি!
মিনি বলেন, ‘ওই কুইজ থেকে ২০ লাখ রুপি জিতেছিলাম। ২২ জনকে নিয়ে দামি এক রেস্তোরাঁয় গিয়ে ডিনার করে সব টাকা শেষ করে দিয়েছিলাম।থ
শুধু এটিই নয়, সাক্ষাৎকারে ইন্ডিয়ান 'আইডল' নিয়ে চমকপ্রদ তথ্য ফাঁস করেন মিনি মাথুর। বলেন, জনপ্রিয় এ রিয়েলিটি শোর সবটাই সাজানো।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.