ঢাকা | শনিবার | ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ৮:৫৩ পূর্বাহ্ণ
জাতীয়১০ দিন তরমুজ না খেলে সব পচে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

১০ দিন তরমুজ না খেলে সব পচে যাবে: সমাজকল্যাণমন্ত্রী

spot_img

‘অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম দারুণ বাড়িয়ে দিলো। আমরা যদি ঠিক করি, আমরা ৭ দিন কিংবা ১০ দিন সারাদেশে একটা মানুষও তরমুজ খাবো না, তরমুজ ব্যবসায়ীর তরমুজ তো সব পচে শেষ হয়ে যাবে।’

বুধবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সঙ্গে মতবিনিময় সভায় তরমুজের দাম বৃদ্ধি প্রসঙ্গ টেনে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন এ মন্তব্য করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, ‘আমরা দাম বাড়লে আরও বেশি কিনি। আর যত বেশি কিনি অসাধু ব্যবসায়ীরা আরও বেশি দাম বাড়ায়। পৃথিবীর অন্যান্য দেশে জিনিসের দাম বাড়লে সেই জিনিস লোকে কম কেনে বা বয়কট করে, আমাদের দেশে যেটার দাম বাড়তে থাকে আমরা ওটা আরও বেশি কিনে কিনে ছোটখাটো মজুতদার হয়ে যাই।’

তিনি আরও বলেন, কিছু ব্যবসায়ী বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। এই রমজান মাস সিয়াম সাধনার মাস, সংযমের মাস। সংযম তো সবার জন্যই, আপনার-আমার জন্য যেমন, সরকারের জন্য যেমন, ব্যবসায়ীদের জন্যও তাই। ব্যবসায়ীদের সংযমটা ব্যবসায়ীদেরই দেখাতে হবে।

মন্ত্রী বলেন, সরকার অনেক পণ্যের দাম বেঁধে দিচ্ছে, নানান কিছু করছে, সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে যেন মানুষ এই সময়ে একটু স্বস্তিতে থাকে। কিছু কিছু ব্যবসায়ী তারপরও ঝামেলা করছে। সরকার তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। আমরা চাই আপনারা সবাই সজাগ থাকুন, সচেতন থাকুন।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভীন আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র খন্দকার সায়লা পারভীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, জাকিরুল ইসলাম সান্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন প্রমুখ।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর