ঢাকা | শনিবার | ২ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫:৫৩ অপরাহ্ণ
শিক্ষাক্যাম্পাসস্বাধীনতা দিবসে জবি প্রেসক্লাবের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে জবি প্রেসক্লাবের শ্রদ্ধা

spot_img

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) সদস্যরা।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০ টায় জবি প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ ও সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় জবি প্রেসক্লাবের সহসভাপতি মুজাহিদ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইউছুব ওসমান, প্রচার ও দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান, অর্থ সম্পাদক রিদুয়ান ইসলাম, কার্যনির্বাহী সদস্য শেখ শাহরিয়ার হোসেন, সংবাদ প্রকাশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোহানুর রহমান সোহান, রাইজিং বিডির সংবাদদাতা লিমন ইসলাম, বিবিয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদ হোসেন, খোলা কলমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হৃদয় হাসান মুন্না, দ্য মেইল বিডির প্রতিনিধি জুবায়ের হাসান শান্ত সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনটির সভাপতি সুবর্ণ আসসাইফ বলেন, পৃথিবীর মানচিত্রে এ দিনে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম হয়েছিল। আজকের দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব শহীদদের প্রতি, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নিয়ে আনতে শহীদ হয়েছেন।

সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ বলেন, প্রায় নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আজকের এ দিনে বাংলার ভাগ্যাকাশে এক নতুন সূর্যোদয় দেখা দেয়। প্রভাত সূর্যের রক্তাভ ছড়িয়ে পড়ে বাংলাদেশের সকল প্রান্তে। বাঙালির এ ত্যাগ কখনও ভুলবার নয়।

এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এর পর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর