ঢাকা | শনিবার | ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ৭:০৩ পূর্বাহ্ণ
শিক্ষাক্যাম্পাসসুশাসন প্রতিষ্ঠায় নোবিপ্রবিতে দিনব্যাপী সভা অনুষ্ঠিত

সুশাসন প্রতিষ্ঠায় নোবিপ্রবিতে দিনব্যাপী সভা অনুষ্ঠিত

spot_img

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক মোঃ মুহাইমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে কী নোট স্পীকার হিসেবে ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব এ. আর. এম. মাহমুদুল হাসান রানা।

সভায় আলোচক হিসেবে ছিলেন আইকিউএসির পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সহকারী অধ্যাপক জনাব মো. ইফতেখারুল আলম ইফাত।

উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ে অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে। বর্তমানে যেসব সমস্যা রয়েছে যেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি, এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। মানুষ হিসেবে আমাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। সবার আগে প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। আমাদের যে সক্ষমতা রয়েছে সেটা দিয়েই সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করতে হবে। এর সাথে স্বচ্ছতা ও জবাবদিহিকতা বজায় রাখতে হবে। আমরা মনে প্রাণে চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থী বান্ধব একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। তখনই সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত হবে। আমাদের অর্জনগুলোকে তুলে ধরতে হবে এবং বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে হবে। তবেই লক্ষ্য অর্জিত হবে। সুন্দর এই আয়োজনের জন্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এই বিশ্ববিদ্যালয়টি একটি আইনের মাধ্যমে এবং সরকারি অর্থায়নে পরিচালিত হচ্ছে। ফলে এখানে অস্বচ্ছতার কোন সুযোগ নেই। অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেবাটাকে যতটা বৃদ্ধি করতে পারি সেটাই বিবেচ্য বিষয়। শিক্ষর্থীদের সেবা দেয়া আমাদের কর্তব্য। তাই এই সেবার মান বৃদ্ধি করতে হবে। তবেই মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে আমরা এগিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

নোবিপ্রবি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ছাত্রছাত্রীদের আমরা যে সেবাগুলো দিচ্ছি তা সঠিকভাবে দিচ্ছি কিনা, একই সঙ্গে এই সেবাসমূহকে কিভাবে আরও উন্নত করা যায় সেসব বিষয় নিয়ে সবার সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় কি সেবা দিচ্ছে তা ইতিমধ্যে সিটিজেন চার্টারের মাধ্যমে আমরা তুলে ধরেছি। এই সভার মাধ্যমেও আপনারা মতামত রাখবেন আরও কি কি সেবা প্রদান করা যায়। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

এসময় অনুষ্ঠানে আগত অংশীজনরা স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর