ঢাকা | শনিবার | ২ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫:২৪ অপরাহ্ণ
শিক্ষাক্যাম্পাসসাত কলেজের ভর্তিচ্ছুদের পাশে বাকসেফ

সাত কলেজের ভর্তিচ্ছুদের পাশে বাকসেফ

spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ফেনিসহ বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাঙলা কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনী ( বাকসেফ)।

শুক্রবার (১৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকে কেন্দ্র করে বাঙলা কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনীর কর্মসূচিগুলোর মধ্যে প্রধান ও অন্যতম ছিল আবাসন সমস্যার সমাধান। এসোসিয়েশনের পক্ষ থেকে আগত পরীক্ষার্থীদের পরীক্ষার আগের রাতে থাকা এবং খাওয়ার ব্যাবস্থা করে দিয়েছেন। এ ছাড়াও প্রচন্ড দাবদাহে জন জীবন বিপন্ন হওয়ার বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেন। পাশাপাশি টোকেনের মাধ্যমে ব্যাগ, ওয়ালেট, মোবাইল ফোন এবং ঘড়ি ইত্যাদি জমা রাখার ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তায় করেন। এ ধরনের সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

বাঙলা কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনীর সভাপতি নাঈম উদ্দিন জানান,” ফেনীর শিক্ষার্থীদের সহায়তায় আমরা পূর্বেও কাজ করেছি বর্তমানে ও কাজ করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর