ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শনিবার (২৯ জুলাই) পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি ও যুবলীগ।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচির এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে ফখরুল বলেন, ভোটাধিকার হরণকারী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন ও ইসি পুনর্গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ ‘এক দফা’ দাবিতে শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার সব প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলো।
বিএনপির পর ঢাকার প্রবেশ মুখে সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ। শনিবার (২৮ জুলাই) সকাল থেকেই রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ করবে বলে জানান, যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা।
তিনি বলেন, শনিবার বেলা ১১টা থেকে আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, আমিনবাজার, বাবু বাজার, সাইনবোর্ড, কাঁচপুর, যাত্রাবাড়ীসহ রাজধানীর সব প্রবেশ মুখে শান্তি সমাবেশ করবে যুবলীগ।
তবে, দুই দলই কর্মসূচির ঘোষণা দিলেও, আইনশৃঙ্খলা বাহিনী থেকে অনুমতি বা নিষেধের বিষয়ে এখনো কিছু জানা যায় নি।