লক্ষ্মীপুর-২ আসনে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগকালে শেখ ফায়িজ উল্যাহ শিপন নামে জাতীয় পার্টির সদ্য বহিস্কৃত এক নেতাকে থাপ্পড় মেরেছে এক যুবক। এঘটনার ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কাফিলাতলী স্কুল মাঠে এ ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।
শিপন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ২৭ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত একপত্রে তাকে অব্যহতি প্রদান করা হয়।
ভিডিওতে দেখা যায়, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম (ঈগল) সদরের হামছাদী এলাকায় গণসংযোগে বের হন। এসময় তার সাথে ছিলেন জাপা থেকে সদ্য অব্যহতিপ্রাপ্ত শেখ ফায়িজ উল্যাহ শিপন। দুপুরে কাফিলাতলী স্কুল মাঠে পৌঁছালে হঠাৎ এক যুবক এসে তার গালে থাপ্পড় মারে। এসময় ওই যুবককে ধর ধর বলে তাড়া করে স্বতন্ত্র প্রার্থীর লোকজন।
জানা যায়, শেখ ফায়িজ উল্লাহ শিপন জাতীয় পার্টির নেতা থাকা অবস্থায় লক্ষ্মীপুরের কয়েকটি দলীয় অনুষ্ঠানেও হাঙ্গামার ঘটনা ঘটে।
২০১৮ সনে মুসলিম লীগের হারিকেন প্রতীকে আর ২০২১ সনে জাপার লাঙ্গল নিয়ে সংসদ নির্বাচন করে দুই বারই জামানত হারান এ নেতা।
শেখ ফায়িজ উল্লাহ শিপন বলেন, আমরা নির্বাচনে প্রচারণায় বের হলে নৌকা প্রতিকের ৮/১০ জন সমর্থক স্কুল মাঠে এসে প্রচারণায় বাধা দেয়। একপর্যায়ে স্থানীয় শান্ত নামে এক যুবক আমাকে থাপ্পড় মারে। সে হামছাদী ইউনিয়নের মৃত সফিক উল্যাহ ছেলে।