ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। এর বেশ লম্বা সময় পর উদ্ধারকারীরা খুঁজে পেয়েছেন রাইসির হেলিকপ্টার। তবে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ‘সম্পূর্ণ পুড়ে গেছে’ বলে খবর পাওয়া যাচ্ছে।
দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারটির যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন দেখতে পাচ্ছে না বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। তাই আশঙ্কা করা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আর জীবিত নেই।
হেলিকপ্টারে থাকা সাতজনের মধ্যে কাউকেই এখনো খুঁজে পাওয়া যায়নি।
রেডক্রিসেন্টের প্রধান বলেছেন, ‘উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। আর কয়েকেমিনিটের মধ্যেই তারা বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কাছে পৌঁছে যাবে। ইরানের রেডক্রিসেন্টের প্রধান সোমবার সকালে এ বিষয়ে জানিয়েছেন।’
উদ্ধারকর্মীরা বলেছেন, ‘হেলিকপ্টারটির পুরো কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে ও সম্পূর্ণ পুড়ে গেছে। এখন পর্যন্ত জীবিতদের কোনো চিহ্ন পাইনি আমরা।’