ঢাকা | বৃহস্পতিবার | ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১২:৪৬ অপরাহ্ণ
আন্তর্জাতিকমোদির শপথ অনুষ্ঠান পেছানোর কারণ কী?

মোদির শপথ অনুষ্ঠান পেছানোর কারণ কী?

spot_img

তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে আগামী ৯ জুন শপথ নেবেন নরেন্দ্র মোদি। যদিও প্রথমে বলা হয়েছিল ৮ জুন শনিবার তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। কিন্তু এটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শনিবারের বদলে এখন রোববার শপথ গ্রহণ করবেন মোদি।
শপথ অনুষ্ঠান কেন পিছিয়ে দেওয়া হলো সেটির কোনো স্পষ্ট কারণ জানায়নি ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

তবে ‘আজতাক বাংলা’ এক প্রতিবেদনে জানিয়েছে, মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’-এর দলগুলোর মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। এ কারণে কী শপথ পিছিয়ে দেওয়া হয়েছে সেটি অবশ্য স্পষ্ট করে জানায়নি সংবাদমাধ্যমটি।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, মোদির এনডিএ জোটের শরিক দলগুলো বিভিন্ন দাবি-দাওয়া করছে। তারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ স্পিকারের পদের আবদার করেছে। আর এসব বিষয় নিয়ে এখন বিজেপি এবং জোটের অন্যান্য দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে।

তবে বিজেপি স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব জোটগুলোকে দেবে না বলে একটি সূত্রের বরাতে জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিএ জোটে থাকা বিহারের প্রধানমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেগু দিসাম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। লোকসভার নির্বাচনে তাদের জোট যথাক্রমে ১৬টি এবং ১২টি আসন জিতে নিয়েছে।

এ দুজন এখন বেশ কয়েকটি পূর্ণমন্ত্রী, উপমন্ত্রী এবং স্পিকারের পদ চেয়ে বসেছে। তবে তাদের সব চাহিদা বিজেপি পূরণ করবে না বলে ইঙ্গিত দিয়েছে।

এদিকে এবারের নির্বাচনে এককভাবে ২৪০টি আসন পেয়েছে মোদি । অপরদিকে বিজেপির নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোট পেয়েছে ২৯৩টি আসন। বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেস এককভাবে ৯৯টি আসনে জয় পেয়েছে। আর তাদের জোট ‘ইনডিয়া’ পেয়েছে ২৩৪টি আসন।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর