বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গতানুগতিক কর্মসূচি অবরোধ-হরতাল, এটা বিএনপির ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি। মানবাধিকার লঙ্ঘনকারীরা মানবাধিকারের বিষয়ে সোচ্চার, তাদের কথা শুনলে মনে হয় বিশ্ব মোড়লের সোল এজেন্ট।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন সময় বিএনপির করা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পশ্চিমাদের কাছে বিচার চাইবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা গাজার সিজ ফায়ারের বিরুদ্ধে ভোট দেয় তাদের কাছে বিচার চেয়ে কি লাভ? আমাদের একাত্তরকেও তো হার মানিয়েছে। এখন এদের কাছে বিচার চেয়ে কি লাভ আমাদের বলুন?
ওবায়দুল কাদের বলেন, আজ মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে যাদের হাতে তারাই মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার। তবে আন্তর্জাতিকভাবে আমরা দেখলাম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডায় ১৩টি দেশের ৯০ জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরমধ্যে বাংলাদেশ নেই।
১৪ দল ও জাতীয় পার্টির সাথে সমঝোতা বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সময়তো আছে, ১৭ তারিখ পর্যন্ত সময় আছে। সময় যখন আছে অস্থির হওয়ার তো দরকার নেই। প্রার্থীরা তো প্রস্তুত হয়েই মনোনয়নপত্র জমা দিয়েছে। প্রত্যাহারের একটা সময় আছে না? সে সময় পর্যন্ত এডজাস্টমেন্ট, একুমোডেশন যদি প্রয়োজন হয় আমরা সময় মতো করবো। এনিয়ে আপনাদের দুশ্চিন্তা করার দরকার নেই।
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।