ঢাকা | শুক্রবার | ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১১:৫৭ পূর্বাহ্ণ
খেলাধুলাবাংলাদেশের বিপক্ষে হেসেখেলে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে হেসেখেলে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

spot_img

ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজও হেসেখেলে জিতল অস্ট্রেলিয়া। মঙ্গলবার মিরপুরে দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশকে ৫৮ রানে হারায় অস্ট্রেলিয়া নারী দল। ১৬২ রানের লক্ষ্যে বাংলাদেশ টেনেটুনে ১০০ পার করে। বৃহস্পতিবার তৃতীয় টি-টুয়েন্টি দিয়ে শেষ হবে অজি মেয়েদের সফর।

২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্বাগতিক দল। সর্বোচ্চ ২৭ রান করেন টাইগ্রেস ওপেনার দিলারা আক্তার। ২৫ বলে ৫টি চারে সাজান ইনিংসে। ওপেনিংয়ে ভালো সূচনা এনে দিয়েছিলেন তিনি।

ফাহিমা খাতুন ১৮ বলে ১৫, স্বর্ণা আক্তার ১৭ বলে ২১ রান করেন। শেষদিকে রাবেয়া খান ১৭ বলে ১৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলীয় সংগ্রহ তিন অঙ্কে নিয়ে যান। বাকি কেউ ছুঁতে পারেননি দু-অঙ্ক।

অজি বোলার অ্যাশলে গার্ডনার ও সোফি মোলিনাক্স তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নিয়েছেন মেগান স্কাট।

শের-ই-বাংলা স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় অস্ট্রেলিয়া। গ্রেস হ্যারিস ও জর্জিয়া ওরিহ্যামের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই দেড়শ পার করে সফরকারী দল। শেষ তিন বলে উইকেট তুলে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয়বার হ্যাটট্রিক পেয়েছেন টাইগ্রেস পেসার ফারিহা ইসলাম।

২০২২ সালে সিলেটে এশিয়া কাপে নিজের অভিষেক ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ২১ বর্ষী বাঁহাতি পেসার ফারিহা। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ফারিহা তৃতীয় বোলার যার একাধিক হ্যাটট্রিক হল। টি-টুয়েন্টিতে লাল-সবুজদের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। ওয়ানডেতে একমাত্র হ্যাটট্রিক রয়েছে রুমানা আহমেদের। অস্ট্রেলিয়া ইনিংসের শেষ তিন বলে এলিসা পেরি, সোফি মোলিনাক্স ও বেথ মুনিকে সাজঘরে পাঠান ফারিহা। ৪ ওভারে এক মেডেনসহ ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। নতুন বলে লিচফিল্ডকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন তরুণ পেসারই।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর