ঢাকা | শনিবার | ১২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ৯:৪৯ অপরাহ্ণ
অপরাধবটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা

বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা

spot_img

বগুড়ার আদমদীঘিতে রাজিয়া সুলতানা (৩৭) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে, গতকাল শুক্রবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লায় ওই নারীকে কুপিয়ে জখম করেন স্বামী আব্দুর রশিদ। ঘটনার পর থেকে অভিযুক্ত পালাতক।

নিহত রাজিয়া সুলতানা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর থানার শ্রীকান্দ গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। তারা সান্তাহার চা বাগান মহল্লায় ভাড়া বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্বামী আব্দুর রশিদের সঙ্গে স্ত্রী রাজিয়া সুলতানার পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। একপর্যায়ে আব্দুর রশিত উত্তেজিত হয়ে তরকারি কাটার বটি দিয়ে স্ত্রীর শরীর বিভিন্ন স্থান কুপিয়ে জখম করেন। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে আব্দুর রশিদ পালিয়ে যান। গুরুতর অবস্থায় রাজিয়া সুলতানাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনো মামলা হয়নি।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর