নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি’র আড়ালে প্রকাশ্যে দলীয় তৎপরতা চালাচ্ছে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিলকৃত রাজনৈতিক দল জামায়াত ইসলামী।
অনুসন্ধানে দেখা যায়, সংস্থাটির পরিচালনা পষর্দ থেকে শুরু করে সদস্য কিংবা বিভিন্ন অনুষ্ঠানের অতিথিরা জামায়াত ইসলামীর গুরুত্বপূর্ণ পদধারী।
সংস্থাটির বর্তমান সভাপতি আইউব আলী জামায়াত ইসলামীর চরএলাহী ইউনিয়ন শাখার সভাপতি, সেক্রেটারি গোলাম কিবরিয়া জামায়াতের অঙ্গ-সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশনের বসুরহাট পৌরসভা শাখার সেক্রেটারি, সহ-সভাপতি ফখরুল ইসলাম রাজু শিবিরের মুজিব কলেজ শাখার সাবেক সেক্রেটারি, সংস্থাটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শিবিরের সাবেক জেলা নেতা।
এছাড়াও, গত ২৩ এপ্রিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির ঈদ পূণর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসেন, গত ৭ এপ্রিল সংস্থাটির ইফতার মাহফিলে অতিথি মাওলানা মহিউদ্দিন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি, এবিএম হেলাল উদ্দিন পৌরসভা জামায়াতের সেক্রেটারি।
এ বিষয় জানতে কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি আইউব আলীকে একাধিকদিন একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
অন্যদিকে, সংস্থাটির সাথে জামায়াত ইসলামীর সংশ্লিষ্টতা আছে কি না? জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, ‘এটা আমাদের যারা সাবেক যুবক, ওরা করছে। ওরা স্বতন্ত্রভাবে ব্যক্তিগত সহযোগিতার মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড করে। এরা নিজেদের থেকে ভালো কাজগুলো কারে, যার কারনে আমরা তাদের সহযোগিতা করি। আমরা শুধু এখানে না, কোনো ক্লাব-সমিতি ভালো কাজের আয়োজন করলে আমরা সেখানে যায়।’
তিনি আরও বলেন, ‘এদের কার্যক্রমের ভিতরে কোনো সমস্যা নাই। অতীতে হয়তো কারো পদ-পদবী নিয়ে কোনো সমস্যা হয়েছে, তাই জেলাসি মন মানসিকতা নিয়ে কিছু বলে।’