ঢাকা | বুধবার | ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৮:১৬ অপরাহ্ণ
সারাদেশপ্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

spot_img

মুক্ত কলম ডেস্ক: নারায়নগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন স্থানীয় পত্রিকা ও অনলাইনে সোনারগাঁয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি থানায় অভিযোগ শিরোনামে ২৪শে ফেব্রুয়ারী প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সাংবাদিক মাজহারুল ইসলাম রাসেল। 

তিনি বলেন,আমার বিরুদ্ধে  অভিযোগকারী মজিবরের সাথে মোবাইল ফোনে কথা হয়। আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকারী মজিবরের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে জানতে পারি সে আমাকে চিনে না এবং আমি তার কাজ থেকে কোন চাঁদা চাইনি। মজিবর জানায়,মজিবরের মার্কেটের মালিক মোতালেব মিয়ার ছোট ছেলে মামুনের লিখে দেওয়া নাম দিয়ে সে অভিযোগ করে। মজিবর বলে আমি তাদের মার্কেটে থাকি ভাই তাদের কথা তো আমার শুনতে হবে না হলে তো আমার উপরে অত্যাচার চালাবে মার্কেট মালিকপক্ষ। তাই আমি বাধ্য হয়ে আপনার নামটা দিয়েছি। 

সাংবাদিক মাজহারুল ইসলাম রাসেল আরো বলেন, ‘আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব সত্য মিথ্যা যাচাই  করে সংবাদ পরিবেশন করুন। তাই আমি এই সংবাদ প্রকাশের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর