ঢাকা | সোমবার | ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১:০৯ পূর্বাহ্ণ
আন্তর্জাতিকপশ্চিমবঙ্গে চার বাংলাদেশি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে চার বাংলাদেশি গ্রেপ্তার

spot_img

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে চার বাংলাদেশি ও তাদের এক আশ্রয়দাতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার কলকাতার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রায়গঞ্জ পুলিশ বলছে, মোহিনীগঞ্জে গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন হৃদয় বর্মণ (১৭), তুলা বর্মণ (২০), অন্তর বর্মণ (১৯) এবং লিপু রায় (২৯)। এই চার বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগে মোহিনীগঞ্জের বাসিন্দা অচিন্ত্য বর্মণকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের একটি সূত্র বলেছে, ওই বাংলাদেশিরা বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর সীমান্ত লাগোয়া মোহিনীগঞ্জ গ্রামে আশ্রয় নেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরপরই রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয় ওই বাংলাদেশিদের।

জিজ্ঞাসাবাদে ওই বাংলাদেশিরা পুলিশকে বলেছেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কর্মসংস্থানের সমস্যায় পড়েছেন তারা। যে কারণে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে কলকাতায় পাড়ি জমিয়েছেন তারা। তবে তাদের পশ্চিমবঙ্গে যাওয়ার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে রায়গঞ্জ পুলিশ।

গ্রেপ্তারকৃতদের একজন বলেন, ‘‘আমরা দিনাজপুরে থাকি। সেখানকার একটি বাড়িতে আমি ঘুমাচ্ছিলাম। পুলিশ আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। বাংলাদেশে কাজের সংকট তৈরি হয়েছে। কী খাব বুঝে উঠতে পারছি না। সেই কারণে এ দেশে এসেছি। দশ-পনেরো দিন আগে এ দেশে এসেছিলাম। এখানে তো কেউ নেই।’’

তিনি বলেন, কলকাতার বিভিন্ন স্টেশনে রাত কাটিয়েছি। বাড়িতে মা-বাবা রয়েছেন। এ দেশে এসে ভেবেছিলাম কাজ পাব। কিন্তু পাইনি। আগে জানলে আসতাম না।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর