‘শিক্ষা, সম্প্রীতি ও স্বাধীনতা’ এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে যাত্রা শুরু করলো নোবিপ্রবি ছাত্র ঐক্য সংসদ।
রবিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৩৩ টি বিভাগ ও ইনস্টিটিউটের ৪৫ জন প্রতিনিধির উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবেদীন সোহাগ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ফলিত গণিত বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
ছাত্র ঐক্য সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি, অধিকার আদায়ের পক্ষে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করে যাবার আশ্বাস দিয়েছেন নব নির্বাচিত আহ্বায়ক আবেদীন সোহাগ।
উল্লেখ্য, নিবার্চন কার্যক্রমের অনুষ্ঠান সঞ্চালনা করেন, তানিম আল আব্দুল্লাহ এবং নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মাহমুদুল হাসান আরিফ ও রিয়াদ রাসেল।