ঢাকা | বুধবার | ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৯:২১ অপরাহ্ণ
শিক্ষাক্যাম্পাসনোবিপ্রবিতে নজরুল বক্তৃতা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে নজরুল বক্তৃতা অনুষ্ঠিত

spot_img

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে নজরুল বক্তৃতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম দেশপ্রেম সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. চন্দন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিকা পারভিন তামান্না।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, আমরা শুধু ২১ ফেব্রুয়ারি এলে মাতৃভাষার গুরুত্ব নিয়ে সভা-সেমিনার করি। কিন্তু মাতৃভাষা বাংলার চর্চা আমাদের প্রাত্যহিক কাজে সর্বদা অব্যাহত রাখতে হবে। কারণ মাতৃভাষা ছাড়া মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করা যায় না।

বক্তা হিসেবে অধ্যাপক ড. মহীবুল আজিজ বলেন, নজরুলের সাহিত্যে উপনিবেশ ও যুদ্ধবিরোধী চেতনা এতটাই প্রবল ছিলো তা পৃথিবীর অন্য কোনো সাহিত্যিকের জীবনীতে খুঁজে পাওয়া দুষ্কর। তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য তার কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন। নজরুল তার বিদ্রোহী কবিতায় বলেছিলেন, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না।

তিনি আরও বলেন, নজরুল তার জীবনে সমস্ত সাহিত্যকর্ম লিখেন ১৯২২-১৯২৫ সাল পর্যন্ত। ওই ৩ বছর সময়ব্যাপী তার জীবনের সমস্ত প্রতিভার বিকাশ ঘটেছিল।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর