ঢাকা | সোমবার | ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১:১৫ পূর্বাহ্ণ
শিক্ষাক্যাম্পাসনোবিপ্রবিতে অতিরিক্ত দামে খাবার বিক্রি, ব্যবসায়ীদের জরিমানা 

নোবিপ্রবিতে অতিরিক্ত দামে খাবার বিক্রি, ব্যবসায়ীদের জরিমানা 

spot_img

শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন হোটেল-দোকানে  অভিযান পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ মেলায়  জরিমানা  করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।

 বুধবার (১৮ সেপ্টেম্বর)  দুপুর ২.০০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন এলাকা থেকে শিক্ষার্থীদরা অভিযোগ জানালে  তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এ শাস্তির আওতায় আনা হয়।

 জানা যায়, হল প্রশাসন কর্তৃক  নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা,দাম বেশি রাখা,  নিম্নমানের খাবার পরিবেশন করা ও খাবারের পরিমান কম দেওয়া সহ অ  বিভিন্ন দোকানকে নিয়ে শিক্ষার্থীরা নানান অভিযোগ জানায় দায়িত্ব প্রাপ্ত শিক্ষকদের।

পরবর্তীতে অভিযুক্ত তিন হোটেল-দোকানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ভিস্তা ক্যাফেকে ৪ হাজার,সোহাগ হোটেলকে ২ হাজার ও মনু স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্রক্টর অফিসে জমা দিতে বলা হয়েছে। অভিযান পরিচালনা কালীন উপস্থিত ছিলেন নোবিপ্রবি সহকারী প্রক্টর মো.সারোয়ার উদ্দিন, মো.মামুন মিয়া ও আব্দুল বারেক।

ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান, দোকানগুলো নিয়মভঙ্গ করে প্রতিনিয়তই এভাবে বেশি দামে খাবার বিক্রির পাশাপাশি নিম্নমানের খাবার পরিবেশন করে আসছে দোকানগুলো।তাই তারা বাধ্য হয়ে প্রশাসনকে অবহিত করে এবং প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।

নোবিপ্রবি সহকারী প্রক্টর ড.মো সরওয়ার উদ্দিন বলেন,আমরা শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করি এবং অভিযোগ গুলোর সত্যতা খুঁজে পাই।যার কারণে এ ধরনের অভিযোগ যাতে অভিযোগ ভবিষ্যতে না আসে তার হুশিয়ার স্বরূপ দোকানগুলোকে জরিমানা করেছি এবং শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর