নোয়াখালী কিংবা বৃহত্তর নোয়াখালীর সাহিত্য প্রেমীদের জন্য মুক্ত কলম এর প্রকাশনায় প্রকাশিত হয়েছে মুক্ত কলম ম্যাগাজিন। শিক্ষা-স্বাস্থ্যের নতুন বার্তা নিয়ে ডিসেম্বর-২০২২ এ আনুষ্ঠানিক সূচনা করে ম্যাগাজিনটি।
একটি মানসম্মত ম্যাগাজিন প্রকাশ করার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে এর সাথে সংশ্লিষ্টরা জানান, নোয়াখালী জেলা নানা ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ। নোয়াখালী সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরার পাশাপাশি নোয়াখালীর সাহিত্য প্রেমীদের অপ্রকাশিত প্রতিভাকে প্রকাশিত হওয়ার একটু হলেও সুযোগ করে দেয়া।
ইতোমধ্যে ম্যাগাজিনটির নজড়কাড়া প্রচ্ছদ ও লেখাশৈলি সাহিত্য প্রেমীদের আকৃষ্ট করেছে। ৬৪ পৃষ্ঠার এ ম্যাগাজিন নোয়াখালীর ইতিহাস ঐতিহ্যসহ নোয়াখালীর প্রতিভাবান লেখক বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখা স্থান পেয়েছে।
অনলাইনেই চাইলে আপনি ম্যাগাজিনটি পড়তে পারেন। অনলাইনে পড়তে এখানে ক্লিক করুন।
মুক্ত কলমের পরবর্তী সংখ্যা কিংবা অনলাইনের জন্য আপনার লেখা প্রবন্ধ, গল্প, কবিতা, ভ্রমন অভিজ্ঞতা, কৌতুক, আঁকা ছবি, কিংবা রম্য গল্প পাঠাতে আজই যোগাযোগ করুন।
মোবাইল- ০১৮৪৩-৮৩৫২৩৫ ; ই-মেইল- writer.muktokolom@gmail.com