ঢাকা | সোমবার | ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৮:৪৭ পূর্বাহ্ণ
সারাদেশট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩

ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩

spot_img

টাঙ্গাইলে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী চীলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের বাড়ি নাটোরে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ধারণা নিহতরা একই পরিবারের সদস্য।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই তৌয়েব আলী জানান, শুক্রবার রাতে আনালিয়াবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ে। এ সময় বাসটি মেরামত করার সময় যাত্রীরা মহাসড়কের পাশেই রেললাইনে হাঁটাহাঁটি করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী চীলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা এক শিশু এবং দুই ব্যক্তি নিহত হন। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ রেখে বিকল হওয়া বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, নিহতদের এখনও নাম ঠিকানা পাওয়া যায়নি। লাশ পুলিশের হেফাজতে রয়েছে। রেলওয়ে পুলিশ এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর