ঢাকা | সোমবার | ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২:৪৮ পূর্বাহ্ণ
বিনোদনকাশফুলের মাঝে হারালেন বিদ্যা সিনহা মিম

কাশফুলের মাঝে হারালেন বিদ্যা সিনহা মিম

spot_img

ঋতুরানী শরৎকালের আগমণ ঘটেছে। ভ্যাপসা-অস্বস্তিকর গরমের অবসান ঘটিয়ে আসছে শীত!। তাই কাশফুল আর শরৎকাল যেন মিলেমিশে একাকার। আর সেই কাশফুলের মাঝেই হারিয়ে গেলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

সম্প্রতি শরৎ-এর বিকেলে সন্ধ্যা নামার আগেই কালো শাড়ি ও লাল ব্লাউজে কাশফুলের মাঝে হারাতে দেখা গেল এই নায়িকাকে। একের পর এক পোজে ছবি তুলেছেন তিনি। বাঙালি কন্যা মিমকে খোলা চুল ও শাড়িতে দেখতে মোহমীয় লাগছিল। যে রূপ দেখে প্রশংসায় মেতেছেন তার ভক্ত-অনুরাগীরা।

নিজের ফেইসবুক পেইজে ছবিগুলো শেয়ার করে মিম লেখেন-
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে
কেটে যাবে
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে

মিমকে সবশেষ দেখা গেছে ওপার বাংলার অভিনেতা জিতের সঙ্গে ‘মানুষ’ সিনেমায়। এটি কলকাতায় তার পঞ্চম সিনেমা।

মিমের টালিউডে যাত্রা শুরু ‘ব্ল্যাক’ ছবি দিয়ে। এরপর ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি’ নামের আরো তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর