ঢাকা | বুধবার | ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১০:০১ অপরাহ্ণ
সাহিত্যকবিতা- পথশিশুর ঈদ

কবিতা- পথশিশুর ঈদ

spot_img

পথশিশুর ঈদ
প্রিতময় সেন

ঈদ এলে কিছু মানুষের
হৃদয় জুড়ে কষ্ট নামে,
সবার পরনে নতুন পোশাক দেখে
নীরবে তাদের অশ্রু ঝরে।

তাদের ও যে ইচ্ছে জাগে
পড়বে নামাজ সবার সাথে,
এদিক – ওদিক ঘুরে বেড়াবে
ঈদের এ’ কটা দিন নতুন পোশাকে।

সমাজের আজ অবহেলায়
ইচ্ছেটা যে তাদের ইচ্ছেই রয়ে যায়,
আজ বলছি, তাদের কথা
পথশিশু রয়েছে যারা।

সৃষ্টিকর্তার কৃপা হলে
ইচ্ছে’টা তাদের একদিন পূর্ণ হবে।

আজও আনন্দে মাতবে তারায়
যদি আপনার – আমার,
একটু সহযোগিতা পায়। 

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর