ঢাকা | সোমবার | ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ৪:৪৭ পূর্বাহ্ণ
শিক্ষাএসএসসির প্রথম দিনে কোম্পানীগঞ্জে অনুপস্থিত ৭৮

এসএসসির প্রথম দিনে কোম্পানীগঞ্জে অনুপস্থিত ৭৮

spot_img

এসএসসি পরীক্ষার প্রথম দিনেই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ কামাল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,কুমিল্লা শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এ উপজেলায় ৭টি কেন্দ্রে এবার ৩ হাজার ৮ শ ৭৬ জন পরীক্ষার্থীর বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু সেখানে অংশ নিয়েছে ৩ হাজার ৭ শ ৯৮ জন। এদের মধ্যে অনুপস্থিত ছিল ৭৮ জন।

তিনি আরও জানান,বসুরহাট আবদুল হালিম করোনেশন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫ জন ,কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ জন ,বামনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১ জন ,হাজারী হাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৮ জন ,বসুরহাট ইসলামীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১২ জন ,রংমালা দারুস সুন্নাহ মাদ্রাসা কেন্দ্রে ৭ জন , কারিগরি শাখায় ৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মেজবা উল আলম ভূঁইয়া জানান, প্রথম দিনের পরীক্ষায় কেউ বহিষ্কার হয়নি। এছাড়াও কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাও

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর