ঢাকা | শনিবার | ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ৯:৫৮ পূর্বাহ্ণ
সাহিত্যএক বইয়ের ওজন সতেরো কেজি!

এক বইয়ের ওজন সতেরো কেজি!

spot_img

দেখে মনে হবে রংতুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা কোনো ব্যানার কিংবা প্ল্যাকার্ড। ৭ ফুট দৈর্ঘ্য ৩ ফুট প্রস্থের আস্ত একটি বই। সতেরো কেজি ওজন।


বই মেলায় সবাই যখন নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা। নিজের পছন্দের বই খুঁজতে ব্যস্ত। হিমাদ্রী দাস তখন নিজের ব্যতিক্রমি সৃষ্টিকর্ম দেখাতে ব্যস্ত।


হিমাদ্রী দাসের বাড়ী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। স্নাতক শেষ করে চাকরি প্রত্যাশী এ যুবক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বংঙ্গবন্ধুকে উৎসর্গ করে ১০০ কবিতা রচনা করে । ৭ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থ্যের কাপড়ে চিত্রশিল্পী দিয়ে ব্যতিক্রমভাবে কবিতাগুলো ফুটিয়ে তোলে সে। ফøাই বোর্ড দিয়ে করা প্রচ্ছদের এই বইটিতে মোট ৫৫টি পৃষ্ঠা রয়েছে।

হিমাদ্রী দাসের প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন এই বইটি।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর