ঢাকা | সোমবার | ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১:৩৪ পূর্বাহ্ণ
সারাদেশআধিপত্যের জেরে রণক্ষেত্র শেরপুর, একজনের মৃত্যু

আধিপত্যের জেরে রণক্ষেত্র শেরপুর, একজনের মৃত্যু

spot_img

আধিপত্যের জেরে দফার দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে শেরপুর শহরের গৌরীপুর ও খোয়ারপাড়। দুই এলাকার মানুষের মধ্যে এ সংঘর্ষে মিজানুর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১২ জন।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে শুরু হওয়া এ সংঘর্ষ চলে মধ্যরাত পর্যন্ত।নিহত মিজান টলি চালক সমিতির সাধারণ সম্পাদক ছিলে বলে জানা গেছে।

জানা গেছে, মধ্যরাত পর্যন্ত দুই এলাকায় সংঘর্ষ চলছিল। এতে পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী দিচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, পরিস্থিতি শান্ত করার জন্য আমাদের ফোর্স কাজ করছে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর