৮ উইকেটের বড় জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। ৪৭ বলে ৬৭ রানে তানজিদ ও ১৮ বলে ৩৩ রানে অপরাজিত আছেন তাওহিদ।
ভাগ্যকে রীতিমত সহায় করেই মাঠে নেমেছিলেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম। অভিষেক ম্যাচে গুনে গুনে তিনবার ‘জীবন’ পেয়েছেন এই ওপেনার। শেষ পর্যন্ত তানজিদের ৪৭ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে জয় দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ।
শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাসাকাদজা ও মাদান্দের ৭৫ রানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রানের পুঁজি গড়ে সিকান্দার রাজার দল। লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
তানজিদ দেখান জাদুকরী ব্যাটিং। ৩৬ বলে করে ফেলেন হাফ সেঞ্চুরি। অভিষেকটা রাঙিয়ে বিশ্বকাপ দলে হয়তো জায়গা নিয়েই ফেললেন বাংলাদেশি ওপেনার। যদিও ভাগ্য সহায় ছিল তার। দুইবার জীবন পেয়ে ফিফটি করেছিলেন।
দল জয়ের বন্দরে পৌঁছানোর আগেই হয়তো তানজিদকে প্যাভিলিয়নে ফিরতে হতো। কিন্তু তৃতীয়বার তাকে জীবন দেয় জিম্বাবুয়ে। তাতে ২৮ বল হাতে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ১৬তম ওভারের দ্বিতীয় বলে লুক জংবেকে চার মেরে জয় নিশ্চিত করেন।