নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার ফজলুল করিম বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহ...রাজিউন।
শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৮.২০ মিনিটে চরহাজারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মাস্টার ফজলুল করিম দীর্ঘ সময় চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সফলভাবে চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কোম্পানীগঞ্জের পূর্বাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি। কোম্পানীগঞ্জ থানা জামায়াত ইসলামীর সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও মৃত্যুকালে স্থানীয় চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেন৷
সর্বজন শ্রদ্ধেয় এ গুণী মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বাদ আছর চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় এ গুণী ব্যক্তিকে।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.