এবার বাস্তবের মতো গল্পেও বড় বোন-ছোট বোন চরিত্রে দেখা যাবে সাবিলা নূর ও নাবিলা নূরকে। তাও সাবিলার নিজের লেখা গল্পে। ‘মুখোমুখি অন্ধকার’ নামে এ নাটকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে তাদের।
সম্প্রতি মাদারীপুরের শিবচরে নাটকটির শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন অনন্য ইমন।
বড় বোন সহশিল্পী হওয়া প্রসঙ্গ সাবিলা বলেন, ‘গল্পটি লিখার সময় নাবিলার কথা মাথায় ছিল না। পরিচালক গল্পটি পড়ার পর নাবিলাকে নেওয়ার আগ্রহ দেখান। আর নাবিলাও তখন দেশে ছিল। তবে প্রথমে কাজটি করতে রাজি ছিলেন না। পরিচালকের অনুরোধে তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে সে লজ্জা পাচ্ছিল। আমি থাকায় কমফোর্ট জোনের জায়গা থেকে শেষ পর্যন্ত কাজটি করতে রাজি হয়।’
ছোটবেলায় স্কুলে পড়ার সময় ‘বেলি’সহ তিন-চারটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন নাবিলা নূর। বড় হয়ে আর টেলিভিশনে কাজ করা হয়নি তার। তবে দেশের বাইরে মঞ্চ নাটকের সঙ্গে জড়িত। ভালো গানও করেন। থাকেন যুক্তরাষ্ট্রে।
এর আগে, ‘পারাপার’ ও ‘হৃদিতা’ নামে আরও দুটি নাটকের গল্প লিখেছেন সাবিলা। ‘মুখোমুখি অন্ধকার’ তার তৃতীয় গল্প।