ঢাকা | বুধবার | ২৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ | ৩:০৭ অপরাহ্ণ
জাতীয়৬৪৮ সংসদ সদস্য নিয়ে যা বললেন আইনমন্ত্রী

৬৪৮ সংসদ সদস্য নিয়ে যা বললেন আইনমন্ত্রী

spot_img

দ্বাদশ জাতীয় সংসদের সবকিছুই সাংবিধানিক হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এখন দেশে ৬৪৮ জন সংসদ সদস্য (এমপি) রয়েছেন বলে যে আলোচনা চলছে, নীতি-নির্ধারকরা চাইলে সংবিধানের সেই বিষয়ে স্পষ্টীকরণের উদ্যোগ নেয়া হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধানে এখন যা আছে, সেভাবেই দেশ চলছে এবং এটা আজকে সংবিধানে সন্নিবেশিত করা হয়নি। এটা চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছিল। এখন যে বিষয়টা নিয়ে আলাপ করা হচ্ছে, এটার বোধহয় খুব একটা গুরুত্ব নেই।

আইনমন্ত্রী হিসেবে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন মনে করেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো এখনো জানি না। নীতি-নির্ধারকরা প্রয়োজন বোধ করলে কোন জায়গায় সেটা নীতি-নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন। তারপর সেটা হবে। ‌আমার মনে হয় এখন পর্যন্ত যা হয়েছে সবকিছুই সাংবিধানিক হয়েছে।’

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর