ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩৩৮জন। এই সময় গাজা উপত্যকায় ১৫টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েল।
ফলে গাজায় গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় ২২ হাজার ১৮৫ ফিলিস্তিনি নিহত হলো। তাছাড়া আহত হয়েছে অন্তত ৫৭ হাজার।
গাজায় যুদ্ধের মধ্যেই পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৩২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার বিভিন্ন স্থানে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই যুদ্ধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে।
ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে অংশ নিয়েছে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।
অন্যদিকে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে হুথি। তাদের হামলায় এরই মধ্যে প্রায় অচল হয়ে পড়ছে লোহিত সাগর। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য।
সূত্র: আল-জাজিরা
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.