ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩:০৬ পূর্বাহ্ণ
বিনোদন১৩ বছর পর পর্দায় শ্রাবন্তী

১৩ বছর পর পর্দায় শ্রাবন্তী

spot_img

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় মুখ অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তীকে দীর্ঘ ১৩ বছর পর আবারও তাকে দেখা যাবে ছোট পর্দায়।

জানা গেছে , মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকালথ। সেই অনুষ্ঠানের বিশেষ আয়োজনের অতিথি হয়ে আসছেন শ্রাবন্তী। রুম্মান রশীদ খান ও খালেদার সঞ্চালনায় অনুষ্ঠানের এ পর্বটি প্রচার হবে মাছরাঙা টিভিতে ঈদের চতুর্থ দিন, সকাল ৭টায়।

শ্রাবন্তী সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ২০১০ সালে। নুরুল আলম আতিকের পরিচালিত ডালিম কুমার নাটকের পর তাকে আর অভিনয় করতে দেখা যায়নি।

প্রসঙ্গত, মডেল ও অভিনেত্রী হিসেবে একটা সময় ব্যাপক জনপ্রিয় ছিলেন ইপশিতা শবনম শ্রাবন্তী। মোহনীয় হাসি দিয়ে তিনি জয় করেছেন দর্শক হৃদয়। আলাদা করে আলোচনায় এসেছিলেন ‘জোছনার ফুলথ ধারাবাহিক নাটক দিয়ে।

এছাড়া ‘রং নাম্বারথ সিনেমার মাধ্যমে বেশ সাড়া জাগিয়েছিলেন এ অভিনেত্রী।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর