লিওনেল মেসি তো পুরিয়ে যাননি, যেন দিনে দিনে তরুণ হয়ে ফিরছেন। গত সপ্তাহে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই প্রতিচ্ছবি দেখা গেল আজ রোববারও। বাংলাদেশ সময় ভোরে মাত্র ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করলেন তিনি।
মেসি এবার হ্যাটট্রিক করেছের নিজের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে। আর্জেন্টাইন ফুটবল জাদুকর হ্যাটট্রিকের সুবাদে এমএলএসে (মেজর লিগ সকার) প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনকে ৬-২ গোলে হারিয়েছে মিয়ামি।
বিশাল জয়ে এমএলএসের ইতিহাসে নতুন রেকর্ড করেছে মিয়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবল প্রতিযোগিতাটির আগের সব রেকর্ড ভেঙে দিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে তারা।
৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে ২০২৪ মৌসুমের শীর্ষে মিয়ামি। এমএলএসের ইতিহাসে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ পয়েন্ট। এর আগে ২০২১ সালে ৭৩ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছিল নিউ ইংল্যান্ড। অর্থাৎ নিউ ইংল্যান্ডকে হারিয়েই নিউ ইংল্যান্ডের একক রেকর্ড ভেঙেছে মিয়ামি।