রাজধানীর সচিবালয়ে আনসার ছাত্র সংঘর্ষে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এখন ভালো আছেন। তাকে কেবিনে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, রোববার রাতে সচিবালয়ে আনসার-ছাত্র সংঘর্ষের ঘটনায় আমাদের এখানে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে আমরা ভর্তি করেছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার থেকে এখন কেবিনে দেওয়া হয়েছে।
তিনি জানান, তার অবস্থা এখন ভালো আছে। তার মাথায় সামান্য আঘাত পেয়েছিলেন তবে তিনি এখন সংক্রামুক্ত বলে জানান তিনি।
প্রসঙ্গত, রোববার দিনভর আনসাররা চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘিরে রাখেন। সেখানে বিক্ষুব্ধ আনসার সদস্যদের সাথে ছাত্রদের সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আব্দুল্লাহসহ অনেকে আহত হন।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.