ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫:২৫ পূর্বাহ্ণ
সারাদেশসোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

spot_img

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর এলাকায় পানিতে ডুবে আপন মামাতো ফুফাতো ভাই বোন মো. মুনতাসির আহম্মেদ তাসনিম(২) ও মোসাম্মৎ হাবিবা(২) নামের দুই শিশুর করুন মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে পৌর এলাকার ইছাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মো. মুনতাসির আহম্মেদ তাসনিম ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে ও অপর শিশু হাবিবা আক্তার রুপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।

নিহতের স্বজনরা জানান,সকালে দুই মামাতো ফুফাতো ভাই বোন হাত ধরে উঠানে খেলা করছিলো। খেলা করার কোন একসময় বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে।অবশেষে বাড়ীর কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ দেখতে পায়।

পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর