মাজহারুল রাসেল : যথাযথ ময়ার্দায় সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে সকাল ৬টায় পৌরসভার শহীদ মজনু পার্কে শহীদ বুদ্ধিজীবি বিজয়স্তমে ফুল দিয়ে শ্রদ্ধা রিবেদন করা হয়। পরে তারা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁও জাদুঘর প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তারা পৌরসভার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ গ্রহন করেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে কুচকাওয়াজে অংশ গ্রহন করেন সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ইব্রাহিম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুবুর আলম, তদন্ত আহসানউল্লাহ, ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁ মহিলা সংস্থার চেয়ারম্যান ও লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকত, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2025 মুক্ত কলম নিউজ. All rights reserved.