মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রত্যেকটি ইউনিয়নের গাছে গাছে স্বর্ণালী মুকুল, আমের বাম্পার ফলনের আশা।
উপজেলার বেশির ভাগ আম গাছেই এবার মুকুল এসেছে। কোন কোন গাছের দিকে তাকালে মনে হয় যেন মুকুলের পাহাড়। ছোট-বড় সারি সারি আম গাছ ছেয়ে আছে স্বর্ণালী মুকুলে।দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।ভালো ফলনের আশা দেখছেন বাগান মালিকরা। ভালো ফলনের আশায় চলছে নানামুখি পরিচর্যা।
পোকা দমনে আমের মুকুলে ওষুধ ছিটাচ্ছেন বাগান মালিকরা। গাছের গোড়া ও বাগানের মাটি কুপিয়ে দেয়া হচ্ছে সেচ ও সার।
গেল বছরের তুলনায় এবার আম গাছে মুকুল এসেছে অনেক বেশি। আবহাওয়া অনুকুলে থাকলে ভাল ফলনের আশা করলেও কীটনাশক ও সারের দাম বৃদ্ধিতে বিপাকে বাগান মালিকরা। কিটনাশক ব্যবহারে সতর্কতার পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা জানান,গত বছরের তুলনায় এবার আম গাছে মুকুল এসেছে অনেক বেশি। বাগান পরির্যায় নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি কীটনাশক প্রয়োগেও সতর্ক থাকার কথা বলছেন, সোনারগাঁও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.