মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জের সোনারগাঁও আষাঢ়িয়ারচর বন বিভাগের স্থায়ী চেকপোষ্টে নিয়মিত অভিযানে অবৈধভাবে পরিবহনকৃত গজারির বল্লিসহ পিকআপ আটক করা হয়। পিকআপটি ত্রিপল দিয়ে ডাকা ছিল
গাড়ির নাম্বার ঢাকা মেট্রো উঅ-১১-২৮৪৩,জানা যায় পিকআপটি ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন আষাঢ়িয়ারচর বন বিভাগের চেকপোষ্টে আটক করা হয়। পিকআপটিতে ৬৬ পিস গজারির বল্লি জব্দ করা হয়।
সোনারগাঁও বন বিভাগের চেকপোষ্টের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, অভিযানের নেতৃত্বে দেন সোনারগাঁও বন বিভাগের চেকপোষ্টের কর্মকর্তা আনোয়ার হোসেন ও তার স্টাফগন।ঢাকা সামাজিক অঞ্চলের বন সংরক্ষক এস এম মনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জানান, যে এই অভিযান অব্যাহত থাকবে । ১৯২৭ সালের বন আইনের ২০০০ সালে সংশোধিত ৫২(১) ধারা অনুযায়ী গাছসহ পিকআপ জব্দ করা হয়। কাঠের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা। চলাচলের পাশ না থাকায় মালামাল জব্দ দেখিয়ে,মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.