ঢাকা | সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩:২৯ পূর্বাহ্ণ
বৃহত্তর নোয়াখালীনোয়াখালীসেতুমন্ত্রীর ভাই-ভাগ্নেসহ ১০ জনের মনোনয়নপত্র দাখিল

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

সেতুমন্ত্রীর ভাই-ভাগ্নেসহ ১০ জনের মনোনয়নপত্র দাখিল

spot_img

আসন্ন ষষ্ঠ উপজেলা িপরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিতব্য কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিলো আজ ২ মে।

শেষদিন পর্যন্ত এই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আপন ভাই-ভাগ্নেসহ মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের কথা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিস।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যানুযায়ী, কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

চেয়রাম্যান পদে মনোনয়ন দাখিল করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শরীফ চৌধুরী (পিপুল চৌধুরী), আমেরিকা প্রবাসী ওমর আলী।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন বাবর, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ মঞ্জু, মধ্যপ্রাচ্য প্রবাসী মামুন হোসেন। মহিলা

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন আক্তার প্রকাশ মুরাদ ভাবী, ফাতেমা বেগম, রেহানা আক্তার।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো আজ ২ মে, মনোনয়নপত্র বাছাই ৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর