ঢাকা | শনিবার | ২৮ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১২:৫০ পূর্বাহ্ণ
জাতীয়সহিংসতায় নিহত ১১ আইনশৃঙ্খলারক্ষীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

সহিংসতায় নিহত ১১ আইনশৃঙ্খলারক্ষীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

spot_img

দেশের সাম্প্রতিক সময়ে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষে নিহত পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর ১১ সদস্যের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল পর্যন্ত তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক ময়না তদন্তকারী একজন চিকিৎসক বলেন, নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেল কলেজের মর্গ সহকারী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। পরে শাহবাগ থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য আমাদের কাছে পাঠায়।

পরিবারের কাছে যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে— কনস্টেবল শাহিদুল আলম (৪৮), আব্দুল আলিম (৪৬), রেজাউল করিম (৪৮), মাহফুজুর রহমান (২৪), আবু হাসনাথ রনি (২৪) রাজু আহমেদ (৩৫) এএসআই ফিরোজ হোসেন (৪৮) ও সঞ্জয় কুমার দাস (৩০), এসআই সুজন চন্দ্র দে (৪১) খগেন্দ্র চন্দ্র সরকার (৪৯) এবং আনসার সদস্য আবু জাফর (৪৬)।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর