ঢাকা | শনিবার | ২৮ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১২:৩৫ পূর্বাহ্ণ
শিক্ষাক্যাম্পাসসমাবর্তন উপলক্ষে গবিসাসের সাথে প্রশাসনের মতবিনিময়

সমাবর্তন উপলক্ষে গবিসাসের সাথে প্রশাসনের মতবিনিময়

spot_img

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) চতুর্থ সমাবর্তন উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সমাবর্তন কমিটির প্রাথমিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) দুপুরে উপাচার্যের সভাকক্ষে এ সভায় সমাবর্তনের নিবন্ধন লিংক উন্মোচন করা হয়। এ সময় গবিসাসের সভাপতি মো. আখলাক ই রসুল, সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকি সহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২ মে এ প্রক্রিয়া শুরুর কথা থাকলেও প্রযুক্তিগত জটিলতায় তা বাধাগ্রস্থ ছিল। এ বিষয়ে সমাবর্তনের আইটি সমন্বয়ক আতিকুর রহমান বলেন, বর্তমানে অনলাইন নিবন্ধনের সব ঠিক করা হয়েছে। কেউ চাইলে সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকেও নিবন্ধন করতে পারবে।

সভায় পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হারেস জানান, এবার মোট ৬৯৪৬ জন শিক্ষার্থী সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবে। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যেকোন ব্যাংক থেকে নিবন্ধন ফি অনলাইনে পরিশোধ করা যাবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, সমার্বতন সফল করতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে; যা গত ১০ বছরে সম্ভব হয়নি। এ কারণেই এবারের সমাবর্তন সময়সাপেক্ষ হয়েছে। শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে খুব শীঘ্রই রাষ্ট্রপতি মহোদয় তারিখ জানিয়ে দিবেন।

সমাবর্তন ইস্যুতে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপাচার্য। এ সময় সমাবর্তন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর