জনপ্রিয়তা ও সাহসী সিদ্ধান্তের জন্য বলিউডে বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে তিনি একজন ভীতু প্রকৃতির মেয়ে ছিলেন। এছাড়াও তিনি অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রিয়াঙ্কা চোপড়া।
প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘ক্যারিয়ারের শুরুর বছরগুলোতে তেমন কাউকে আমি চিনতাম না। বলিউডে যখন পা রাখি তখন আমার বয়স ২০ থেকে সামান্য বেশি। তখন সব সময় ভয়ে ভয়ে থাকতাম।’
তিনি আরও বলেন, ‘আমি তুচ্ছ ঘটনাতেই আবেগী হয়ে পড়তাম। নিজের আবেগ ধরে রাখতে পারতাম না।’
আরেক সাক্ষাৎকারে বলিউডে তাকে কোণঠাসা করে রাখার ব্যাপারে মুখ খুলে বির্তকের জন্ম দেন প্রিয়াঙ্কা। তিনি বলেছিলেন, ‘তাকে কোণঠাসা করে রাখা হয়েছে। তিনি তার পছন্দ মতো কাজ করার সুযোগ পাচ্ছেন না।’
২০০২ সালে তামিল সিনেমা ‘থামিজানে’ অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় প্রিয়াঙ্কার। ‘দ্য হিরো: লাভ স্টোরি অব এ স্পাই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ২০০৩ সালে তিনি বলিউডে পা রাখেন। ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘ম্যাট্রিক্স’, ‘রেভোলিউশনস’ এবং ‘লাভ এগেইন’ এর মতো হলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার টেলিভিশন সিরিজ ‘সিটাডেল’ আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.