ঢাকা | মঙ্গলবার | ২ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ৮:২৭ অপরাহ্ণ
আন্তর্জাতিকসড়কে একইসঙ্গে ৬ ভাইয়ের মৃত্যু

সড়কে একইসঙ্গে ৬ ভাইয়ের মৃত্যু

spot_img

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে ৬ জনই সম্পর্কে আপন ভাই।

সোমবার (১ মে) এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানায়।

জানা গেছে, দুর্ঘটনায় নিহতরা রোববার মদিনা থেকে আল বাহাতে ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি তাঈফ-আল বাহা সড়কে পৌঁছালে অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনায় অন্য গাড়ির চালকও প্রাণ হারান।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতদের বাবা-মা এবং আরও তিন ভাই বোন। অবস্থা খারাপ হওয়ায় তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তবে অলৌকিকভাবে দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চার বছরের একটি শিশু কোনো আহত হওয়া ছাড়াই বেঁচে গেছে।

নিহতদের মধ্যে সবার বড় ভাইয়ের বয়স ১৭ বছর। আর সবার ছোট শিশুটির বয়স ছিল মাত্রা আড়াই বছর।

নিহতদের ভাই মোহাম্মদ সেলিম আল-ঘামদি জানিয়েছেন, তার পরিবারের সদস্যরা মদিনা থেকে আল-বাহাতে ফিরছিলেন। ওই সময়ই এই করুণ দুর্ঘটনায় কবলে পড়েন তারা। তিনি বলেছেন, ‘মদিনা থেকে আল-বাহাতে ফেরার সময় তাদের গাড়ি আল-বাহার সংযোগ সড়কের কাছে আসার পর দুর্ঘটনার শিকার হয়’

নিহত সবাইকে ওইদিনই আসর নামাজ শেষে সৌদির তাঈফে কবরস্থ করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর