শরীফুল ইসলামের প্রথম বল সীমানা দড়ি পার করে আন্তর্জাতিক টি–টোয়েন্টি অভিষেক হলো জিম্বাবুয়ে ওপেনার জয়লর্ড গাম্বির। প্রথম ওভারে দুই চারে শুরুটা খারাপ হয়নি সফরকারীদের। তবে দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই উদ্বোধনী জুটি ভাঙলেন শেখ মেহেদী।
প্রথম ওভারে পেস অ্যাটাকে শুরুর পর অন্য প্রান্তে স্পিনার এনে সাফল্য পেলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওভারের দ্বিতীয় বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে জিম্বাবুয়ে ওপেনার ক্রেগ আরভিনকে বোল্ড করে দিলেন মেহেদী। ২ বল মোকাবিলায় রানের খাতা খুলতে পারেননি আরভিন।
অফ স্টাম্পে হালকা টার্নে বেরিয়ে যাওয়া ডেলিভারিটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় ব্যাটে সংযোগ ঘটাতে ব্যর্থ হন জিম্বাবুয়ের ওপেনার। বল গিয়ে আঘাত হানে সরাসরি স্টাম্পে। তিনে ব্যাট করতে নেমেছেন ব্রায়ান বেনেট।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ
সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।