প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ
শিক্ষার্থী হামলার প্রতিবাদে কুবির অর্থনীতি বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন
কোটাবিরোধী আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থীকে পুলিশের হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছে এ বিভাগের সকল শিক্ষার্থী।
শুক্রবার (১২ জুলাই) অর্থনীতি বিভাগের সকল শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
হামলায় আহত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী রায়হান আহাম্মেদ ও মো. আব্বাস উদ্দিন। বর্তমানে তাঁরা দু'জনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় বেড রেস্টে আছেন।
জানা যায়, গতকাল বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের হামলায় প্রায় ৩০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়। যার মধ্যে অর্থনীতি বিভাগের ২ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেলে ভর্তি হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অর্থনীতি বিভাগে সকল শিক্ষার্থী অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে।
অর্থনীতি বিভাগের ১৩ আবর্তনের শিক্ষার্থী সাইদুল ইসলাম শাওন বলেন, পুলিশ কর্তৃক আমাদের ভাইয়ের উপর এ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমরা অর্থনীতি বিভাগের সাধারণ শিক্ষার্থী হিসেবে সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জনের করছি এবং যতক্ষণ না পর্যন্ত এই হামলার সঠিক বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.