ঢাকা | সোমবার | ২৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ | ১:৪৯ পূর্বাহ্ণ
বিনোদনশারিরিক চাহিদা মেটানোর অনেক উপায় আছে

শারিরিক চাহিদা মেটানোর অনেক উপায় আছে

spot_img

টলিপাড়ায় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি হিসাবেই তাঁর পরিচিতি। তিনি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। তবে তাঁর জীবনেও চড়াই-উতরাইয়ের শেষ নেই। 

সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

দ্বিতীয় বিয়ে বিচ্ছেদের পরের পরিস্থিত জানতে চাইলে দেবশ্রী গাঙ্গুলি বলেন, ‘মেয়েরা একা থাকা মানেই ছেলেরা ভেবে নেয়, মেয়েটির শারীরিক চাহিদা আছে কিংবা তার আর্থিক সাহায্য প্রয়োজন। কিন্তু ছেলেরা বোঝে না যে মেয়েরা খুব স্মার্ট। অর্গাজমের জন্য আমাদের পুরুষের দরকার নেই। চাহিদা মেটানোর আরো অনেক উপায় আছে।’

ভরসা করার মানুষ পেলে ডেট করবেন উল্লেখ করে দেবশ্রী বলেন, ‘ভরসা করার মতো মানুষ পেলে নিশ্চয়ই আবার নতুনভাবে ভাববো, ডেট করব। তবে আমি একা ভালো আছি। আমাদের নতুন সিনেমার ভাষায় বলি- ‘একা থাকো আর সম্পর্কে থাকো, ফাটাফাটি থাকাটা গুরুত্বপূর্ণ।থ

উল্লেখ্য, সহকর্মী অমিতের সঙ্গে দ্বিতীয়ভারের মত ঘর বাঁধেন দেবশ্রী। কিন্তু বিয়ের দশ দিন পরই নানাভাবে দেবশ্রীকে অত্যাচার শুরু করেন অমিত ভাটিয়া। যা পরবর্তীতে মামলা পর্যন্ত গড়ায়। সর্বশেষ এ সংসারের ইতি টানেন দেবশ্রী।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর