লক্ষ্মীপুরে সালমা আক্তার নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী কামরুল হাসান সুমনের বিরুদ্ধে। এমন অভিযোগে বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সদর থানা পুলিশ তাকে আটক করে।
এর আগে ভোরে সদর উপজেলার টুমচর গ্রামে হত্যার ঘটনাটি ঘটে বলে অভিযোগে জানা যায়।
নিহত সালমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে এবং কামরুল হাসান সুমন একই এলাকার খোকন হোসেনের ছেলে।
স্বজনরা জানান, প্রায় একবছর আগে প্রেম করে বিয়ে করে সালমা এবং সুমন। বিয়ের ৬ মাসের মাথায় টিকটকের মাধ্যমে পরিচয় হয়ে অন্য মেয়েকে বিয়ে করে সুমন। ২য় বিয়ের পর থেকে ১ম স্ত্রী সালমাকে নানাভাবে অত্যাচার নির্যাতন করতো। এদিন ভোরে সুমন তার স্ত্রীকে ব্যাপক মারধর করে এবং গলাটিপে হত্যা করে বলে জানায় সালমার পরিবার।
স্বজনরা আরও জানায়, মারধরের পর হত্যা করে সালমাকে হাসপাতালে নিয়ে আসে ঘাতক স্বামী। এরপর নাটকীয়তা করে তাদের(সালমার স্বজনদের) ফোন করে বলে তার স্ত্রী মারা গেছেন৷
খবর পেয়ে হাসপাতালে এসে সালমার মরদেহ দেখে স্বজনদের সন্দেহ হয়। এসময় তারা স্বামীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হাসপাতাল থেকে স্বামী সুমনকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
উপদেষ্টা সম্পাদক: এএসএম মাঈন উদ্দিন পিন্টু
নির্বাহী সম্পাদক: মোঃ তাওহীদুল হক চৌধুরী
ফোন: ০১৭৯১-২৬৭৭২৪, বার্তা বিভাগ: ০১৮৪৮-৩৩০৬৭৮
ই-মেইল : mail.muktokolom24@gmail.com
Copyright © 2024 মুক্ত কলম নিউজ. All rights reserved.