ঢাকা | শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১২:১৭ অপরাহ্ণ
জাতীয়রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

spot_img

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২০ মে) সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সেখানে কুশল বিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সময়ে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় সফল সফরের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

রাষ্ট্রপতি তার লেখা বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রধানমন্ত্রীকে উপহার দেন।

এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

spot_img

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর